Friday, September 4, 2009

নীল সায়াহ্ন


হাত দেবে কি লেখার জন্য? 
টুকরো সীসায় নীল সায়াহ্ন। 
ঘুড়ির হাটে আমি নগণ্য 
আলোর বিপনী তোমায় ধন্য। 

কোন নবীজি কি দর্শায় 
তোমাতে লুটি কি ধর্ষায়? 
কোন সেনানী কি হর্ষায় 
তোমাতে চষি কি কর্ষায় ?

কোন দেয়ালে রচিবে বসত? 
কোন খেয়ালে সুরিবে শপথ? 
কোন মুকুটের মিছা মুক্তায় 
রণ সাধিবে হাছা যুক্তায়? 

চল পুড়ি সব পুরাণ কোরান
বিশ্বাস ঘাতি করি বিষ পান
জীবিতরে ফুঁকি মৃত্যু মন্ত্র
আলোকিত 'পরে অন্ধ তন্ত্র

আমি অশরীরী রথে মেঘনাদ 
তুমি অপরাজিতা দ্রোহে উন্মাদ 
দলি শত চলি উথাল পাতাল 
নাচি নিদ হরি খুনী সাঁওতাল 

সাথ দেবে কি শেখার জন্য?
শুকনো সুরার শোলক বন্য
মৃত সমীরণে হঠাৎ শূণ্য 
তুমি আমি মূঢ় নীল সায়াহ্ন।


Duran Duran এর Come undone এর প্রভাবে লেখা। যদিও শেষের দিকে নৈরাজ্য গ্রাস করে ফেলে।
শুরুটা অবশ্য হয়েছে Zypher's song দিয়ে। রেড হট চিলি পেপারস এর।

চলবিকল অস্থিচর্ম


আর একটি শিশু।
ঝুলন্ত মাথা।
ধীরে। ধোঁয়ায়। কুয়াশায়। যেন ভূমিকম্পের 'পরে।
ছিনতাই যায়।
হিংস্র নীরবতায়,
নিঃশব্দ হিংস্রতায়।
বিস্মরণ। জন।গণ। প্রাচীন। বন। রণ। মেশিন। অঙ্গন।
হলদে পোড়া ভস্মীভুত 
প্রাচীন বনে 
আজরাইলের মেশিন তলে 
জনগণ
বিস্মরণ বাদ রণাঙ্গণে।
নিমন্ত্রণে,
মাংসের ভুরিভোজে।
তবে যেন
চলবিকল অস্থিচর্ম
সারি সারি। রাশি রাশি।
আর...

একজন মা।
আমার না। আপনারও না।
তবে আমাদের কী?
এই যেমন ট্যাংক, বম্ব, বারুদ,বন্দুক, ব্যাংক, বীমা, বিল্ডিং, বিশ্বকাপ।
আমাদের অনেক কিছু।
তাদের?
শুধু দু'জন। 
দু'টি।
ঝুলন্ত। ছোট্ট। মাথা। মাংস। মায়ের অংশ।
আর...

মা।
তবে যেন
চলবিকল অস্থিচর্ম।
সারি সারি। রাশি রাশি।
প্রথম দ্বিতীয় ৬৯ ৭১ বসরা গাজা।
হো চি মিন।
আর...

শহরে। নতুনে। বৈশাখে। ঠাকুরে। চুম্বনে। গৌরবে।
ইয়র্কচুম্বী গৌরবে।
সারি সারি। রাশি রাশি।
আজরাইলে। মিরাক্যলে।
কুমারীর যোনীতে। ইভাঞ্জলীতে।
চক্ষুহাসপাতালে। লাঠিসাপে। 
স্যাটেলাইটের?
দ্বিখন্ডনে
আর...

বহুখন্ডনে।
চলবিকল সারি সারি।
চলবিকল রাশি রাশি।
অস্থিচর্ম
সার?
না।
ভূত?
না। 
প্রেত?
না। 
অস্থি।
চর্ম। 
বিকল। 
তবে চলে।
চলবে।


Zombie by Cranberries অবলম্বনে

খুনোপলি Fugitive


ইদানিং হাসি কয়েক রতিতে
যত্ন করে সবুজ দাঁতে
আষ্টে ধরে পিষ্ট করে 
আয়নাও যে লজ্জা নিয়ে
রৌপ্য মুদ্রায় ঝনঝনিয়ে...
কি যেন কইতাসিলাম?
আচ্ছা যাউক।

ইদানিং ঘুরি কালো গগলসে
ভোর কুয়াশায় ঠকঠকিয়ে
যুদবাত কোপে মড়মড়িয়ে
পিছু নিয়ে মরে কয় গোয়েন্দায়?
টাকার কুমীরে পাগলে ফোন্দায়...
কি যেন কইতাসিলাম?
আচ্ছা যাউক।

হ মনে পড়সে।
বদলা বদলি। অদলি বদলি।
মানে?
তোমার মুখে দুধের বোটা
আমার হাতে গুলির টোটা।
মামা তুমি গুলি খাও
আমি দুদু খাই।
কেমন?
ঢিচচচচচচাঁওওওও....

পিঁপড়ের ছায়ায় হাফটোন

আর একটি রাস্তার শেষ মাথায়
আর একটি লাল লাইট পোস্টের নীচে
আমি দৌড়ে গিয়েছিলাম ছায়া ধরার জন্য।
একজন জানতে চেয়েছিল 'পিঁপড়েদের কি ছায়া হয়?'

অতঃপর পুরনো ভূত গ্যাব্রিয়েলের সাক্ষাতে
জ্ঞানলাভঃ হাতির ছায়া বিশাল আকৃতির
তবে হাতি ছায়াখেলাফী। উবে যায় 
নষ্ট আলোর পেরেশানিতে।

পিঁপড়েই ভালো। বিন্দু বিন্দু কালো ডটেই
সুবিশাল হাফটোন। ভয় পাচ্ছেন কেন?

আধপেটা হাফটোনে ছবি আঁকুন।
ছায়া সুশীতল ডিজিটাল মানচিত্রের।