Friday, September 4, 2009

নীল সায়াহ্ন


হাত দেবে কি লেখার জন্য? 
টুকরো সীসায় নীল সায়াহ্ন। 
ঘুড়ির হাটে আমি নগণ্য 
আলোর বিপনী তোমায় ধন্য। 

কোন নবীজি কি দর্শায় 
তোমাতে লুটি কি ধর্ষায়? 
কোন সেনানী কি হর্ষায় 
তোমাতে চষি কি কর্ষায় ?

কোন দেয়ালে রচিবে বসত? 
কোন খেয়ালে সুরিবে শপথ? 
কোন মুকুটের মিছা মুক্তায় 
রণ সাধিবে হাছা যুক্তায়? 

চল পুড়ি সব পুরাণ কোরান
বিশ্বাস ঘাতি করি বিষ পান
জীবিতরে ফুঁকি মৃত্যু মন্ত্র
আলোকিত 'পরে অন্ধ তন্ত্র

আমি অশরীরী রথে মেঘনাদ 
তুমি অপরাজিতা দ্রোহে উন্মাদ 
দলি শত চলি উথাল পাতাল 
নাচি নিদ হরি খুনী সাঁওতাল 

সাথ দেবে কি শেখার জন্য?
শুকনো সুরার শোলক বন্য
মৃত সমীরণে হঠাৎ শূণ্য 
তুমি আমি মূঢ় নীল সায়াহ্ন।


Duran Duran এর Come undone এর প্রভাবে লেখা। যদিও শেষের দিকে নৈরাজ্য গ্রাস করে ফেলে।
শুরুটা অবশ্য হয়েছে Zypher's song দিয়ে। রেড হট চিলি পেপারস এর।

No comments:

Post a Comment