Friday, September 4, 2009

পিঁপড়ের ছায়ায় হাফটোন

আর একটি রাস্তার শেষ মাথায়
আর একটি লাল লাইট পোস্টের নীচে
আমি দৌড়ে গিয়েছিলাম ছায়া ধরার জন্য।
একজন জানতে চেয়েছিল 'পিঁপড়েদের কি ছায়া হয়?'

অতঃপর পুরনো ভূত গ্যাব্রিয়েলের সাক্ষাতে
জ্ঞানলাভঃ হাতির ছায়া বিশাল আকৃতির
তবে হাতি ছায়াখেলাফী। উবে যায় 
নষ্ট আলোর পেরেশানিতে।

পিঁপড়েই ভালো। বিন্দু বিন্দু কালো ডটেই
সুবিশাল হাফটোন। ভয় পাচ্ছেন কেন?

আধপেটা হাফটোনে ছবি আঁকুন।
ছায়া সুশীতল ডিজিটাল মানচিত্রের।

No comments:

Post a Comment