Friday, September 4, 2009

খুনোপলি Fugitive


ইদানিং হাসি কয়েক রতিতে
যত্ন করে সবুজ দাঁতে
আষ্টে ধরে পিষ্ট করে 
আয়নাও যে লজ্জা নিয়ে
রৌপ্য মুদ্রায় ঝনঝনিয়ে...
কি যেন কইতাসিলাম?
আচ্ছা যাউক।

ইদানিং ঘুরি কালো গগলসে
ভোর কুয়াশায় ঠকঠকিয়ে
যুদবাত কোপে মড়মড়িয়ে
পিছু নিয়ে মরে কয় গোয়েন্দায়?
টাকার কুমীরে পাগলে ফোন্দায়...
কি যেন কইতাসিলাম?
আচ্ছা যাউক।

হ মনে পড়সে।
বদলা বদলি। অদলি বদলি।
মানে?
তোমার মুখে দুধের বোটা
আমার হাতে গুলির টোটা।
মামা তুমি গুলি খাও
আমি দুদু খাই।
কেমন?
ঢিচচচচচচাঁওওওও....

No comments:

Post a Comment